|
উপজেলা পরিষদ কার্যালয় কালিহাতি, টাঙ্গাইল।
|
|
স্মারক নং-উজেচে/কালি/টাং- ৩২০ (৪৫) তারিখঃ |
১৬ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ |
৩০ নভেম্বর; ২০১৫ খ্রিঃ |
মাসিক সভার নোটিশ
সংশিস্নষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭ ডিসেম্বর, ২০১৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার বেলা ১১.৩০ টায় কালিহাতি চতুর্থ উপজেলা পরিষদের ২০ নং- ( ডিসেম্বর/২০১৫) মাসিক সভা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো. মোজহারম্নল ইসলাম তালুকদার এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষেঅনুষ্ঠিত হবে।
উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার এবং স্ব-স্ব বিভাগীয় আলোচনা সংক্রামত্ম কার্যপত্র ০৪ (চার) প্রস্থ আগামী ০৩.১২.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে নিমণস্বাক্ষরকারীর কার্যলয়ে প্রেরণ নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।
আলোচ্যসূচীঃ- ১। বিগত সভার কার্যবিবরণী অনুমোদন। ২। উন্নয়ন প্রকল্পসমূহ অনুমোদন । ৩। এডিপি’র প্রকল্পসমূহ অনুমোদন। ৪। বিভিন্ন বিভাগীয় কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা। ৫। স্যানিটেশন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা। ৬। ভিশন-২০২১ ডিজিটাল বাংলাদেশ অগ্রগতি ও অর্জন সংক্রামত্ম আলোচনা। ৭। বিবিধ।
|
স্বাক্ষরিত/- ( মো: আবু নাসার উদ্দিন ) উপজেলা নির্বাহী অফিসার কালিহাতি, টাঙ্গাইল। ফোনঃ ০৯২২৭-৭৪০০৩ |
প্রাপক
১) ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিহাতি, টাঙ্গাইল।
২) মহিলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিহাতি, টাঙ্গাইল।
৩) মেয়র, কালিহাতি / এলেঙ্গা পৌরসভা, কালিহাতি, টাঙ্গাইল।
৪) .........................................................................কালিহাতি, টাঙ্গাইল।
৫) চেয়ারম্যান, ................................ইউনিয়ন পরিষদ (সকল), কালিহাতি, টাঙ্গাইল।
৬) জনাব.................................................কালিহাতি, টাঙ্গাইল।
অনুলিপি :
1) জেলা প্রশাসক, টাঙ্গাইল।
২) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালিহাতি, টাঙ্গাইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS