প্রাকৃতিক সম্পদ
কালিহাতী বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলের একটি উপজেলা যেখানে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে যা এর অর্থনীতি ও সংস্কৃতিতে অবদান রাখে। কালিহাতীর কিছু প্রাকৃতিক সম্পদ হল:
নদী সম্পদ:
ধলেশ্বরী নদী গোহালিয়াবাড়ী ও দুর্গাপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়। প্রতিবছর অনেক ঘরবাড়ী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে এই দুই ইউনিয়নের জনসাধরন ব্যপক ক্ষতির সম্মুখীন হয়। কালিহাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদীসমূহ হল-
এই নদীগুলি সেচ, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, জলবিদ্যুৎ উত্পাদন, নৌচলাচল এবং বিনোদনের জন্য জল সরবরাহ করে। নদীগুলি সামুদ্রিক এবং অভ্যন্তরীণ উভয় প্রকার মাছের প্রজাতির সমন্বয়ে সমৃদ্ধ মৎস্য সম্পদের ভিত্তিকেও সমর্থন করে। নদীতে পাওয়া সাধারণ কিছু মাছ হল ইলিশ, পমফ্রেট, টুনা, হাঙ্গর, চিংড়ি, কাঁকড়া, গলদা চিংড়ি, মোলাস্ক, কার্প, ক্যাটফিশ, স্নেকহেড, তেলাপিয়া, রোহু, মৃগাল এবং কোই। টাঙ্গাইলের মানুষের প্রাণিজ প্রোটিন ও আয়ের প্রধান উৎস মাছ।
টাঙ্গাইল জেলার মধ্যভূমিতে একসময় প্রচুর পরিমাণে ছোট ও মাঝারি আকারের টিলা ছিল ।টিলাগুলো প্রাকৃতিক শাল গাছে পরিপূর্ণ এবং বিভিন্ন সাপ-পাখিসহ অসংখ্য বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS