Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

কালিহাতি প্রখ্যাত ব্যক্তিত্বগণের মধ্যে বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী(সাবেক-এম.পি ও মাননীয় মন্ত্রী), শাজাহান সিরাজ (স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষনা ও কর্মসূচী উপস্থাপন করেন), স্পীকার আবদুল হামিদ চৌধুরী,বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য ,বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম), ডঃ আশরাফ সিদ্দিকী প্রমুখগণ উল্ল্যেখযোগ্য।

আবু সাঈদ চৌধূরী ঢাকা হাইকোর্ডের বিচারপতি ,কেন্দ্রিয় বাংলা উন্নয়ন বোর্ডের সভাপতি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মত পদে অধিষ্ঠিত হয়ে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি রুপে বিশ্ব জনমত  গড়ে তুলতে বিদেশে সাহসী  ও সচেতন ভূমিকা রাখেন । ১৯৭২ সালের ১২ জানুয়ারী তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের রাষ্ট্রপতির পদ অলংকৃতি করেন । এই কৃতি মানুষটি ১৯৮৭ সালের ২ আগষ্ট মৃত্যুরবন করলে তার জন্মস্থান কালিহাতি নাগবাড়ীতে পিতা আব্দুল হামিদ চৌধুরী ( পূর্ব পাকিস্থান গণ পরিষদের স্পিকার) কবরের পাশে সমাহিত করা হয় ।

১৯৭১  সালে স্বাধীনতা যুব্দে যাদের অবদান ছিল অতুলনীয় তারা হলেন আব্দুল লতিফ সদ্দিকী ,বঙ্গবীর কাদের সিদ্দিকী  ও নাম না জানা আরো অনেকে । সবাই ছিল কালিহাতির সন্তান ।