Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঃ

 বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনা (শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে)ঃ

 ১ম স্বীকৃতির তারিখ- ০১/০১/১৯১৬ইং

EIIN No- 114283

ঠিকানাঃ ডাকঘর- বল্লা বাজার,

উপজেলা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল।

ফোন/মোবাইল নম্বর- ০১৭১৬ ৪৫৭৮৬২

  

ইতিহাসঃ

  ১৯১১ইং সনে বৃটিশ সম্রাট পঞ্চম জর্জ সিংহাসন ত্যাগ করেন এবং ষষ্ঠ জর্জ সিংহাসনে আরোহন করেন। এই সময় সাম্রাজ্যব্যাপী অভিষেক অনুষ্ঠিত হয়। এই অভিষেক অনুষ্ঠান স্মরণীয় রাখার জন্য এবং এলাকায় শিক্ষা বিসত্মারের জন্য বল্লা গ্রাম নিবাসী বিশিষ্ট ধনাঢ্য ব্যবসায়ী ও সমাজকর্মী স্বর্গীয় বাবু নবীন চন্দ্র সাহা ১৯১১ইং সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং বিদ্যালয়ের নামকরণ করেন "The Coronation High Schoo, Balla" পরবর্তীতে এর নামকরণ করা হয়, "Balla Coronation High English School"  এর পরে একাধিকবার নাম পরিবর্তন হয়ে বর্তমানে এটি বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। গত ১০০ বছর বিদ্যালয়টি অনেক সংগ্রাম ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বর্তমান পর্যায়ে উপনীত হয়েছে। বিশাল ক্যাম্পাস, পাকা ভবন ও মনোরম গেইট, অংসখ্য কৃতি ছাত্র এই বিদ্যালয়টির গর্ব। বর্তমান সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নাট্যকার জনাব মামুনুর রশিদ এই বিদ্যালয়ের ছাত্র। ১৯৯৭ইং সনে এই বিদ্যালয়ের ছাত্র মোঃ যোবায়েদ হোসেন সম্মিলিত মেধা তালিকায় মানবিক বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করে। বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ১২০০ জন। শিক্ষক ১৬ জন এবং আরও তিনটি পদে নিয়োগ প্রক্রিয়াধীন আছে। জেএসসি ও এসএসটি পরীক্ষার ফলাফল ভাল। ভাষা আন্দোলন, ৬৯ এর গণ আন্দোলন ও

মুক্তিযুদ্ধে এই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের ভূমিকা অবিশ্মরণীয়। এই বিদ্যালয়ের ছাত্র বিশিষ্ট শৈল্যবিদ ডাঃ মির্জা মাজহারুল ইসলাম একজন ভাষা সৈনিক। এইসব বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে নতুন শতাব্দীর দিকে।