১ম স্বীকৃতির তারিখ-০১-০১-১৯৪৮খ্রি: EIIN No-114290 ঠিকানাঃ ডাকঘর-মগড়া, উপজেলা- কালিহাতী, জেলা - টাঙ্গাইল। ফোন/মোবাইল নম্বর- ০১৭২৮-১৪৮৫০৯ |
মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ছিল একটি এম.ই (মিডল ইংলিশ ) স্কুল অতঃপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে পাল, ভট্টাচার্য, মুসলিম, কর্মকার সম্প্রদায় একটি ইংরেজী বিদ্যালয় স্থাপনের ইচ্ছা পোষন করলে ৯/১০ জন ছাত্র নিয়ে নরবরে একটি ঘরে চাঁনপাড়ায় নীল কুঠির পাড়ে একটি বিদ্যালয় স্থাপন করেন। ক্রমে ক্রমে ছাত্র সংখ্যা বৃদ্ধির ফলে বাবু সুরেশ চন্দ্র ভট্টাচার্য (দোগাঙ্গী নিবাসী) মহাশয়ের বাড়িতে কিছু দিন চলার পর স্থানীয় জমিদার বাবু হরেন্দ্রনাথ পাল (ঢোলকান নিবাসী) মহাশয় মগড়া গ্রামের মধ্যে একটি Deed of Trust খুলে ১০,৯৯২ বর্গফুট ভূমি দুই খানা টিনের ঘর কিছু আসবাবপত্র ও একটি পাকা ইন্দারা দান করার ফলে স্থানীয় পাল বাবুদের সহযোগীতায় ১৯৪৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয় পাল বাবুদের দানে প্রতিষ্ঠিত হওয়াতে বিদ্যালয়টি নাম হয় মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন বিন্দু বাসিনী স্কুল টাঙ্গাইল এর প্রধান শিক্ষক বাবু জোগেন্দ্র চন্দ্র চক্রবর্তী। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু সুরেশ চন্দ্র ভট্টচার্য। ১৯৪৮ সালে বিদ্যালয়টি প্রথম স্বীকৃতি লাভ করে। ১লা সেপ্টেম্বর ১৯৮৪ এম.পিও ভুক্তি হয়। বিদ্যালয়টির জমির পরিমাণ ৪.৬০ একর। বিদ্যালয়টি অনেক মেধাবী ছাত্র তৈরি করেছে যারা দেশ ও জাতির অগ্রনী ভূমিকা পালন করিতেছেন।
|
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম | ১৭০ ১৯৪ ১৫৮ ১৫৭ ১২০
| ০ ০ ০ ০ ০
| ১৭০ ১৯৪ ১৫৮ ১৫৭ ১২০
|
মোট | ৭৯৯ | ০ | ৭৯৯ |
বর্তমান কমিটির মেয়াদ কাল-০৪-০৯-২০১০ হতে ০৩-০৯-২০১২ইং পর্যন্ত। কমিটির ধরণ- নিয়মিত সভাপতির নাম-এম,এ মালেক ভূইয়া ঠিকানাঃ গ্রাম : দশকিয়া, উপজেলা- কালিহাতী, জেলা- টাংগাইল। সদস্য সংখ্যা-০৯জন |
â২০০৭ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। উত্তীর্ণের সংখ্যা- ৭৯ জন। পাশের হার- ৫৬.৪৩% â২০০৮ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ১২৩ জন। উত্তীর্ণের সংখ্যা- ৭৮জন। পাশের হার- ৬৩.৪১% â২০০৯ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ১১৭ জন। উত্তীর্ণের সংখ্যা- ৬১ জন। পাশের হার- ৫২.১৪% â২০১০ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ১১৬ জন। উত্তীর্ণের সংখ্যা- ১০৬জন। পাশের হার- ৯১.৩৮% â২০১১ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। উত্তীর্ণের সংখ্যা- ১০২ জন। পাশের হার- ৮০.৩১% |
২০১০ সালে জুনিয়র বৃত্তি পেয়েছে ০৩জন |
অনেক মেধাবী ছাত্র/ছাত্রী তৈয়ার হয়ে দেশ ও জাতীর সেবায়ভূমিকা পালন করা। |
শতভাগ পাশ ও অবকাঠামো উন্নয়ণ |
ঠিকানাঃ ডাকঘর-মগড়া, উপজেলা- কালিহাতী,
জেলা - টাঙ্গাইল।
ফোন/মোবাইল নম্বর- ০১৭২৮-১৪৮৫০৯
mograpuhighschool.kalihati.tan@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস