১ম স্বীকৃতির তারিখ-০১-০১-২০০০খ্রি: EIIN No-114310 ঠিকানাঃ গ্রাম : দশশিকা ডাকঘর-পটল, উপজেলা- কালিহাতী, জেলা - টাঙ্গাইল। ফোন/মোবাইল নম্বর- ৮৮০১৭১৮-১০৫৯৮৩ |
অত্র দশশিকা উচ্চ বিদ্যালয়টি নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এই নিবিড় পল্লী এলাকায় অজপাড়া গায় নারী শিক্ষা উন্নয়নে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় নারীরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল। নারী শিক্ষার অভাব অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুভব করে। তাদের সঠিক সুচিন্তিত মতামতের ভিত্তিতে ঐ সময়ে মাননীয় জাতীয় সংসদ সদস্যা তথা কালিহাতী উপজেলার নারী শিক্ষা জাগরনের অন্যতম নেত্রী জনাবা লায়লা সিদ্দিকার প্রধান পৃষ্ঠপোষকতায় গত ০১-০১-১৯৮৭ইং সনে অত্র বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। মৌজার নাম অনুসারে বিদ্যালয়টির নাম করণ করা হয়। দশশিকা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার জন্য দাতা সদস্য বিদ্যালয়ের নামে এক একর পয়ত্রিশ শতাংশ ভূমি দান পত্র দলিল মূলে লিখে দেন। বর্তমানে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টায় বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয়েছে। তার কারণ পাশেই একটি সহ-শিক্ষা বিদ্যালয় থাকাতে এ বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কমতে থাকে । বিধায় আজ এ বিদ্যালয়টিতে সহ-শিক্ষা চালু করা হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম চলছে। এ বৎসর অর্থাৎ ২০১২ইং সনে প্রথম এস.এস.সি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছে। বর্তমানে অত্র বিদ্যালয়টির মাধ্যমে এলাকার শিক্ষার্থীগণ লেখাপড়া করার বিশেষ সুযোগ লাভ করছে। |
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ১০ম |
১১ ০৫ ০৮ ০১ ০০
|
৫১ ৬০ ৬২ ১৯ ১১
|
৬২ ৬৫ ৭০ ২০ ১১
|
মোট | ২৫ | ২০৩ | ২২৮ |
বর্তমান কমিটির মেয়াদ কাল- ১৪-০৯২০১০ হইতে ১৩-০৯-২০১২ইং পর্যন্ত। কমিটির ধরণ- নিয়মিত সভাপতির নাম-জি.এম মোখলেছুর রহমান ঠিকানাঃ গ্রাম: দশশিকা, ডাকঘর- পটল, উপজেলা- কালিহাতী, জেলা- টাংগাইল। সদস্য সংখ্যা-১১ |
â২০০৭ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা প্রযোজ্য নয় উত্তীর্ণের সংখ্যা- প্রযোজ্য নয় পাশের হার- â২০০৮ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা প্রযোজ্য নয় উত্তীর্ণের সংখ্যা- প্রযোজ্য নয় পাশের হার- â২০০৯ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা প্রযোজ্য নয় উত্তীর্ণের সংখ্যা- প্রযোজ্য নয় পাশের হার- â২০১০ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা প্রযোজ্য নয় উত্তীর্ণের সংখ্যা- প্রযোজ্য নয় পাশের হার- â২০১১ সালে এস.এস.সি পরীক্ষার্থীর সংখ্যা প্রযোজ্য নয় উত্তীর্ণের সংখ্যা- প্রযোজ্য নয় পাশের হার- |
২০১১ সালে জে.এস.সিতে পাশের হার ১০০%
এস.এস.সিতে পাশের হার ১০০% এ উন্নীত করা এবং জি.পি.এ-৫ অর্জন করা।
ঠিকানাঃ গ্রাম : দশশিকা ডাকঘর-পটল,
উপজেলা- কালিহাতী, জেলা - টাঙ্গাইল।
ফোন/মোবাইল নম্বর- ৮৮০১৭১৮-১০৫৯৮৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস