১ম স্বীকৃতির তারিখ : ০১/০৭/১৯৭৮ EIIN No –114340 গ্রাম- চর সিংগুলী, ডাকঘর- সিংগুলী (১৯৭০) উপজেলা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল। ফোন/ মোবাইল নম্বর : ০১৭৬৮-২৭৩০৭৭ |
সর্ব প্রথম আনছার আলী সাহেব একটি মক্তব ঘর দান করেন সেখানে কয়েক বৎসর মক্তব পড়ানোর পর গ্রাম্য লোকদের সহযোগীতায় আর একটি ঘর তৈরী করে মাদ্রাসা বানানো হয় এবং কমিটি গঠন করে কমিটির মাধ্যমে সরকারী বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ দিয়ে পড়া লেখা শুরু করা হয়। যাহা ১৯৮৪ সালে এম.পি.ও ভূক্ত হয়। বর্তমানে মাদ্রাসাটি দাখিল পর্যন্ত অধ্যয়ন করানো হয়। মাদ্রাসাটি অবস্থিত ছিল চর সিংগুলী মৌজায় যাহা যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ০৫ (পঁাচ) বার নদীর ভাঙ্গনের পর বর্তমানে মাদ্রাসাটি চর হামজানী মৌজায় অবস্থিত আছে। |
শ্রেণী ছাত্র ছাত্রী মোট ১ম ২৫ ১৫ ৪০ ২য় ৩০ ২০ ৫০ ৩য় ৩০ ২০ ৫০ ৪র্থ ২০ ২০ ৪০ ৫ম ১৯ ২৭ ৪৬ ৬ষ্ঠ ২৩ ২২ ৪৫ ৭ম ২৫ ২০ ৪৫ ৮ম ২০ ১২ ৩২ ৯ম ১৪ ১১ ২৫ ১০ম ১৩ ১২ ২৫ সর্বমোট ২১৯ ১৭৯ ৩৯৮ |
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্মারক নং প্রশা/৪৩২০/নথি নং- টাঙ্গাইল-১৭৬, এর মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ০৩/০৮/২০১০ ইং তারিখ থেকে ০২/০৮/২০১২ ইং তারিখ পর্যন্ত ০২ (দুই) বৎসরের জন্য অনুমোদন দেয়া হয়। |
২০০৭ সালে এস.এসসি/দাখিল পরীক্ষার্থীর সংখ্যা- ০৯ উত্তীর্ণের সংখ্যা - ০৭, পাশের হার - ৭৮% ২০০৮ সালে এস.এসসি/দাখিল পরীক্ষার্থীর সংখ্যা- ১৪ উত্তীর্ণের সংখ্যা - ১৪, পাশের হার - ১০০% ২০০৯ সালে এস.এসসি/দাখিল পরীক্ষার্থীর সংখ্যা- ২০ উত্তীর্ণের সংখ্যা - ১৮, পাশের হার - ৯০% ২০১০ সালে এস.এসসি/দাখিল পরীক্ষার্থীর সংখ্যা- ১৬ উত্তীর্ণের সংখ্যা - ১৫, পাশের হার - ৯৪% ২০১১ সালে এস.এসসি/দাখিল পরীক্ষার্থীর সংখ্যা- ২৫ উত্তীর্ণের সংখ্যা - ১৮ , পাশের হার - ৭২% |
মাদরাসাটি আলিম শ্রেণী পর্যন্ত পাঠদান করানোর পরিকল্পনা আছে। |
ডাকঘর- সিংগুলী (১৯৭০) উপজেলা- কালিহাতী জেলা- টাঙ্গাইল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস