১ম স্বীকৃতির তারিখ : ০১/০৭/২০০৩ইং হতে ৩০/০৬/২০০৬ইং পর্যন্ত।
EIIN No : 114350
ঠিকানা : গ্রামঃ রাজাবাড়ী, ডাকঘরঃ এলেঙ্গা,
উপজেলাঃ কালিহাতী ,জেলা: টাঙ্গাইল।
এলাকার দরিদ্র জনগোষ্ঠির নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ লুৎফর রহমান মতিন সাহেব ২০০০সালে এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন। কলেজটিতে প্রতিষ্ঠাকাল হতে বিনা বেতনে শিক্ষাদান করা হয়। কলেজটি এমপিও ভূক্তির পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠাতা মহোদয় কলেজের নিয়োগকৃত শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধ করেছেন। কলেজটি গ্রামীণ এলাকায় প্রতিষ্ঠিত। বর্তমানে এলেঙ্গা পৌরসভার অধীন।
বর্তমান কমিটির মেয়াদকাল ১০/০৬/২০১৩ কমিটির ধরণ ঃ গর্ভনিং বডি সভাপতির নাম ঃ আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা ঠিকানা ঃ গ্রামঃ রাজাবাড়ী,ডাকঘরঃ এলেঙ্গা, উপজেলাঃ কালিহাতী,জেলাঃ টাঙ্গাইল। সদস্য ঃ ১২ জন। |
২০০৭ সালের এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যাঃ ১৭১জন।
উত্তীর্ণের সংখ্যা ঃ ১২৬ জন
পাশের হার ঃ ৭৩.৬৮%
২০০৮ সালে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যাঃ ১৬৫ জন।
উত্তীর্ণের সংখ্যা ঃ ১২৮জন।
পাশের হার ঃ ৭৭.৫৭%
২০০৯ সালে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যাঃ ২৪৭ জন।
উত্তীর্ণের সংখ্যা ঃ ১৭৮জন।
পাশের হার ঃ ৭২.০৬%
২০১০ সালে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যাঃ ৩৩৬ জন।
উত্তীর্ণের সংখ্যা ঃ ২৭৮জন।
পাশের হার ঃ ৮২.৮৩%
২০১১ সালে এইচ এস সি পরীক্ষার্থীর সংখ্যাঃ ২৬৪ জন।
উত্তীর্ণের সংখ্যা ঃ ১৪৬জন।
পাশের হার ঃ ৫৫.৩০%
অত্র কলেজে নিয়মিত ছাত্রীদের মধ্যে প্রতি বৎসরই ২/৪জন ছাত্রী বোর্ড বৃত্তি পেয়ে আসছে।
নারী শিক্ষা অর্জনে এলাকার দরিদ্র জনগোষ্ঠির উচ্চ শিক্ষা অর্জনে যথেষ্ঠ উন্নয়ন হয়েছে।
কলেজটিকে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে উন্নত করা।
অধ্যক্ষ লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, রাজাবাড়ী, এলেঙ্গা,কালিহাতী,টাঙ্গাইল। মোবাঃ ০১৭১৬১৪০৭৩০
ই-মেইলঃ admin@lrmmcollege.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস